কোন বাটন প্রেস না করেই যেকোনো এন্ড্রয়েড ফোনে স্ক্রিনশট নিন এবং এডিট করুন

কোন বাটন প্রেস না করেই যেকোনো এন্ড্রয়েড ফোনে স্ক্রিনশট নিন এবং এডিট করুন

আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন সবাই।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ একটি বিষয়।
আজ আপনাদের দেখাবো কিভাবে যে কোনো এন্ডয়েড মোবাইল থেকে কোন বাটন প্রেস করা ছাড়াই স্ক্রিনশট নিবেন এবং সাথে সাথে আরো অনেক কিছু।
তো চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।।
প্রথমে নিচের লিংক থেকে এই App টি নামিয়ে নিন।
App Name: Screen Master
Size: 4.29 mb


App টি ওপেন করুন। এবার এপটিতে ঢুকলে নিচের স্ক্রিনশটের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন এবার নিচের দেখানো “Turn on Screen Shoot" এ ক্লিক করুন।

এবার এপ থেকে বেরিয়ে আসুন।
দেখুন নিচের স্ক্রিনশটে দেখানো আইকনের মতো একটি আইকন দেখা যাচ্ছে ফোনের স্ক্রিনে।

এবার আপনি যখনি স্ক্রিনশট নিতে চাইবেন তখন আর কষ্ট করে
আপনাকে ফোনের সাইড বাটনে ক্লিক করা লাগবে না।
ওই আইকনে ক্লিক করার সাথে সাথেই স্ক্রিনশট ক্যাপচার হয়ে যাবে।
আবার আমরা অনেকের ফোনে দেখি স্ক্রিনশট এডিট করা যায় না।
তারা নিচের স্ক্রিনশট ফলো করে অপশন বেছে নিয়ে
স্ক্রিনশট এখান থেকেই এডিট করতে পারবেন।
আর স্ক্রিনশট সংরক্ষণ করার জন্য Save এ ক্লিক করুন। এছাড়া আপনি এখান থেকেই
সরাসরি শেয়ার করতে পারবেন ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস এপ, ইমো, শেয়ারইট, ব্লুটুথে।

তো আর দেরী কেনো এখনি এপটি ডাউনলোড করে শুরু করুন এন্ড্রয়েড নতুন ধাচের স্ক্রিনশট মাস্তি।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
এরকম আরো ট্রিকস পেতে পোষ্টটি শেয়ার করে কমেন্ট করুন আপনার মতামত।

facebook: https://www.facebook.com/techparaBD/
fb group: https://www.facebook.com/g/tehcparabd